Type Of Sentence

Type Of Sentence

প্রকাশভঙ্গীর দিক দিয়ে বা অর্থভেদে Sentence কে  পাঁচ ভাগে ভাগ করা যায়। যথাঃ- 

  1. Assertive Sentence / Declarative Sentence 
  2. Interrogative Sentence
  3. Imperative Sentence
  4. Optative Sentence
  5. Exclamatory Sentence

1. Assertive Sentence / Declarative Sentence (উক্তিমূলক/বর্ণ্নামূলক) –  যে Sentence সাধারণভাবে কোন উক্তি বা বিবৃতি প্রকাশ করে Assertive Sentence তাকে বলে । আধুনিক ইংরেজিতে Assertive Sentence কে Declarative Sentenceবলে । যেমনঃ- 

He does not like mangoes. The Earth is round.

Assertive Sentence  কে  আবার দুই ভাগে ভাগ করা জায়। যেমনঃ- 

a. Affirmative Sentence

(হাঁ – বোধক বাক্য) যেমনঃ- He eats Rice. 

b. Negative Sentence (না – বোধক বাক্য) যেমনঃ- He does not eat rice.

2. Interrogative Sentence(প্রশ্নবোধক) –  যে Sentence দ্বারা কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তাকে Interrogative Sentence বলে ।

যেমনঃ- What do you want? Do you go to school?

3. Imperative Sentence(আদেশমূলক ): যে Sentence দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বুঝায়, তাকে Imperative Sentence বলে

যেমনঃ-  Go Home.Do not waste your time.

4. Optative Sentence (ইচ্ছা/প্রার্থনামূলক): যে দ্বারা মনের ইচ্ছা, বা প্রার্থনা প্রকাশ করা হয়, তাকে Optative Sentence বলে। যেমনঃ-  

May You live long. May Allah bless you. May Allah give you a son. 

5. Exclamatory Sentence( আবেগসূচক ): যে দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ অর্থাৎ বিস্ময়, আনন্দ, দুঃখ প্রভৃতি প্রকাশ পায়, তাকে Exclamatory Sentence বলে। যেমনঃ- 

Alas! I am undone. How beautiful the moon is!Hurrah! We won the game.   

Leave a Reply