Person

Person

ইংরেজিতে Sentence গঠন করতে Person এর প্রয়োজন। যার অর্থ ব্যক্তি বা পুরুষ। Person  তিন প্রকার । যথাঃ-

i) 1st Person ( উত্তম পুরুষ )

ii) 2nd Person (মধ্যম পুরুষ)

iii) 3rd Person (নাম পুরুষ)

i) 1st Person ( উত্তম পুরুষ) –  বক্তা নিজেকে বুঝাতে যে Person ব্যবহার করে তাকে 1st Person ( উত্তম পুরুষ ) বলে। যেমনঃ- 

 I, me, my, we ইত্যাদি । 

ii) 2nd Person (মধ্যম পুরুষ) – বক্তা যাহাকে উদ্দেশ্য করিয়া কিছু বলে, তাকে বুঝাইতে 2nd Person (মধ্যম পুরুষ) ব্যবহার করা হয় ।

যেমনঃ- 

You, Your, Thou ইত্যাদি ।

 iii) 3rd Person (নাম পুরুষ) – বক্তা যাহার সম্পর্কে বলে তাকে বুঝাইতে 3rd Person (নাম পুরুষ) ব্যবহার করা হয়। যেমনঃ- 

He, She, It, They, Some, Many, Each, Abdul Karim, Zahida Akter, Pencil, Dhaka ইত্যাদি ।

1st Person ( উত্তম পুরুষ ) ও 2nd Person (মধ্যম পুরুষ) এ উল্লেখিত Pronoun গুলো বাদ দিয়ে সকল Noun ও Pronoun এই  3rd Person (নাম পুরুষ) এর অন্তর্গত। 

PersonSingular NumberPlural Number
1stI, Me, My, MineWe, Our, Us
2ndYou, YourYou, Your, Yours
3rdHe, She, It, His, Her, This, That, EachThey, Them, Their, These

N.B: The Name of anything is 3rd Person, অর্থাৎ আমি, আমরা, ও তুমি বা তোমরা ছাড়া সমস্তই 3rd Person বা নাম পুরুষ।

Exercise

নিচের শব্দ গুলি কোন Person ও কোন Number তা উল্লেখ করঃ 

Bench, Pencil, He, I, You, Watch, Glass, Bird, Dove, Rose, Book, Boys, Pen, River, Grass, Ring, Them, Daughter, Sons, Letters, Zarin, This, Milk, Water, My, Father, Sanny, Khalifa, Mia, Lion, Chair, 

Leave a Reply