On-Page SEO
On-Page SEO

On-Page SEO

On-Page SEO কিভাবে করতে হয়? কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে? একজন SEO কে অনেক গুলো বিষয় নিয়ে কাজ করতে হয়।

On-Page SEO নিয়ে আলোচনা –

On-Page SEO করতে পেজ এর অনেক গুলো নিয়ে কাজ করতে হবে।যারা এইচটিএমএল সম্পর্কে ভাল জানেন তারা On-Page SEO নিয়ে ভাল কাজ করতে পারবে।

নিম্নে এর মধ্যে কিছু অংশ নিয়ে আলোচনা করবো যেগুল খুবই গুরুত্বপূর্ণ।

১। Keyphrase/Keyword:

On-Page SEO তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কি-ওয়ার্ড/ কি-ফ্রেস।

Keyword Research এর মাধ্যমে এর Keyword/Keyphrase নির্ণয় করে Title এ সেই Keyword অ্যাড করতে হবে।

এই Keyword এর আপনি আগে ব্যবহার করেছেন কিনা সেটা খেয়াল রাখতে হবে।

২। Keyphrase length:

keyword এর লেন্থ এর দিকে ভাল ভাবে নজর দিতে হবে। গুগল সাধারণত শিরোনাম ট্যাগের প্রথম ৫০-৬০ অক্ষর প্রদর্শন করে।

যদি আপনি আপনার শিরোনামগুলি ৬০ অক্ষরের নীচে রাখেন, তবে আমাদের গবেষণা থেকে দেখা যায় যে, আপনি প্রায় ৯০% শিরোনাম সঠিকভাবে প্রদর্শন করতে পারেন।

৩। Keyphrase in slug:

Keyphrase in slug এর অর্থ হল আপনার লিঙ্ক এর মধ্যে Keyphrase থাকতে হবে। যা on page SEO এর ক্ষত্রে খুবই গুরুত্বপূর্ণ।

৪। Keyphrase density: 

Keyphrase density হল আপনার পোস্ট বা আর্টিকেল এর মধ্যে কত গুলো Keyphrase ব্যবহার করতে হবে।

আমাদের গবেষণা মতে ৫% Keyphrase ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার পোস্ট টি যদি ১০০ ওয়ার্ড এর হয়ে থাকে তবে আপনাকে ৫ বার Keyphrase ব্যবহার করতে হবে।

৫। Meta description length:

Meta description যে কোনও দৈর্ঘ্য হতে পারে, তবে গুগল সাধারণত স্নিপেটগুলিকে ~ ১৫৫-১৬০ ক্যারেক্টারে ছেঁটে দেয়।

Meta description গুলি যথেষ্ট পরিমাণে বর্ণনামূলক পর্যায়ে রাখা ভাল, সুতরাং আমরা ৫০-১৬০ অক্ষরের মধ্যে বর্ণনার প্রস্তাব দিই।

মনে রাখবেন যে পরিস্থিতিটির উপর নির্ভর করে “অনুকূল” দৈর্ঘ্যটি পৃথক হবে এবং আপনার প্রাথমিক লক্ষ্যটি মূল্য এবং ড্রাইভ ক্লিক সরবরাহ করা উচিত।

Meta description length

৬। Text length

Text length এর ক্ষেত্রে যেটা খ্যাল রাখতে হবে সেটা হল – যত বেশি ওয়ার্ড হবে গুগল এর রাঙ্কিং এর উচ্চতর সম্ভাবনা থাকবে।

১০০০ এর বেশি ওয়ার্ড হলে খুব তাড়াতাড়ি গুগল রাঙ্কিং করে।

নীচের সারণীতে আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে আমরা বিভিন্ন পৃষ্ঠাগুলিকে মূল্যায়ন করি।

Taxonomy আর্টিকেল >২৫০ ওয়ার্ড
Regular আর্টিকেল >৩০০ ওয়ার্ড
Cornerstone আর্টিকেল > ৯৫০ ওয়ার্ড

৭। Image alt attributes:

এখানে Image alt attributes বলতে বুঝায় আপনি যদি কন ছবি ব্যবহার করেন তবে তার alt attributes এ কি-ফ্রেস ব্যবহার করেত হবে।

৮। Internal links:

On-Page SEO এর ক্ষেতে আপনার সাইট এর Internal links তৈরি করতে হবে যাতে আপনার নিজের সাইট এ আপনার একটা backlink তৈরি হয়।

এই ক্ষেত্রে আমি আমার সাইট এর একটা লিঙ্ক দিচ্ছি – SEO কি? এটা আমার সাইট এর একটা পোস্ট ।

৯। Outbound links:

Outbound links হল অন্য কোন সাইট এর সাথে লিঙ্ক করা । এটা মূলত Backlink তৈরি করে দেয়, আপনি যে সাইট এর লিঙ্ক তৈরি করছেন।

যারা Off-Page SEO করে তারা অন্য সাইট এ গিয়ে এই Outbound links তৈরি করে। ফলে গুগল এর রাঙ্কিং এ উপরে উঠে আসে।

এখানে আমি সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গুলো তুলে ধরেছি। এছাড়াও অনেক বিষয় আছে যা আপনারা কাজ করতে গেলে শিখতে পারবেন।

পড়াশোনা চালিয়ে যানঃ

SEO কি?

ধন্যবাদ জানাই-

Yoast SEO

moz.com

This Post Has 2 Comments

  1. Salma Sultana

    Thank Brother

  2. lap camera uy tin

    Woah! I’m really loving the template/theme of this site.
    It’s simple, yet effective. A lot of times it’s hard to get that
    “perfect balance” between usability and visual appearance.
    I must say you have done a fantastic job with this.
    Additionally, the blog loads very quick for me on Opera.
    Exceptional Blog!

Leave a Reply