Function Key কি? জানতে সম্পূর্ণ আর্টিকেল টি পড়ুন। দৈনন্দিন জীবনে কম্পিউটার ও ল্যাপটপ আমাদের অপরিহার্য বস্তু বা যন্ত্রাংশ হয়ে দাঁড়িয়েছে ।
ডেক্সটপ কম্পিউটার কিংবা ল্যাপটপ কম্পিউটার চালাতে যে অংশ খুব সেটা কী-বোর্ড। এই কী-বোর্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং কি এর সংখ্যা ভিন্ন হয়ে থাকে। কী-বোর্ডের উপরের দিকে F যুক্ত মোট 12 টি কী রয়েছে। এই F যুক্ত কি গুলোকে ফাংশন-কী(Function Key) বলে থাকে।
ফাংশন-কী ব্যবহার ও এর প্রয়োজনীয়তা সম্পর্কে জানা অপরিহার্য হয়ে পড়েছে কারণ এই কী গুলো ব্যবহার করে আপনার কাজের দক্ষতা এবং গতি দুটোই বাড়াতে পারেন। নিম্নে এই ফাংশন-কী গুলোর ব্যবহার সম্পর্কে সামান্য কিছু ধারণা দিচ্ছে।
Function Key | কাজ |
---|---|
F1 | একে সাহায্যকারী হিসাবে ব্যবহার করা হয়। আপনি যেকোন প্রোগ্রাম চালানো অবস্থায় F1 কী চাপ দিলে ওই প্রোগ্রামের হেল্প অপশন চলে আসবে। |
F2 | F2 কে বলা হয় rename কী। এটি দ্বারা মূলত কোনো প্রোগ্রাম, ফাইল, কিংবা ফোল্ডারের নাম পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়। মাইক্রোসফট ওয়ার্ড এ গিয়ে একসাথে Alt+Ctrl+F2 চাপ দিলে নতুন ফাইল খুলে যায়। মাইক্রোসফট ওয়ার্ড এ গিয়ে একসাথে Ctrl+F2 চাপ দিলে প্রিন্ট প্রিভিউ দেখা যায়। |
F3 | F3 কে সার্চ বাঁটন বলা হয়। এটিকে চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। মাইক্রোসফট ওয়ার্ড এ গিয়ে একসাথে Shift+F3 চাপ দিলে লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা যায়। |
F4 | Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা যায়। |
F5 | F5 চেপে মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি রিফ্রেশ করা হয় । পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা যায়। |
F6 | এটা দিয়ে মাউস কার্সারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া যায়। মাইক্রোসফট ওয়ার্ড এ গিয়ে একসাথে Ctrl+Shift+F6 চাপ দিলে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা যায়। |
F7 | মাইক্রোসফট ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে। ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়। মাইক্রোসফট ওয়ার্ড এ গিয়ে একসাথে Shift+F7 চাপ দিলে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা যায়। |
F8 | অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কী। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি ব্যবহার করতে হয়। |
F9 | কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কী দিয়ে। |
F10 | ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কী চেপে। এক সাথে Shift+F10 চাপ দিলে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা যায়। |
F11 | ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় । |
F12 | ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কী চেপে। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা যায়। Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা যায়। |
আরও দেখুন –
আমাদের ফেসবুক পেজ –
nice..
Thanks Brother
Very shortly this website will be famous amid all blogging and site-building visitors, due to it’s good content