Function-Key-কি
Function-Key-কি

Function Key কি?

Function Key কি? জানতে সম্পূর্ণ আর্টিকেল টি পড়ুন। দৈনন্দিন জীবনে কম্পিউটার ও ল্যাপটপ আমাদের অপরিহার্য বস্তু বা যন্ত্রাংশ হয়ে দাঁড়িয়েছে । 

ডেক্সটপ কম্পিউটার কিংবা ল্যাপটপ কম্পিউটার চালাতে যে অংশ খুব সেটা কী-বোর্ড।  এই কী-বোর্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং  কি এর সংখ্যা ভিন্ন হয়ে থাকে। কী-বোর্ডের উপরের দিকে F যুক্ত মোট 12 টি কী রয়েছে।  এই F যুক্ত কি গুলোকে ফাংশন-কী(Function Key) বলে থাকে। 

ফাংশন-কী ব্যবহার ও এর প্রয়োজনীয়তা সম্পর্কে জানা  অপরিহার্য হয়ে পড়েছে কারণ  এই কী গুলো ব্যবহার করে আপনার কাজের দক্ষতা এবং গতি দুটোই বাড়াতে পারেন।  নিম্নে এই ফাংশন-কী গুলোর ব্যবহার সম্পর্কে সামান্য কিছু ধারণা দিচ্ছে। 

Function Keyকাজ
F1একে সাহায্যকারী হিসাবে ব্যবহার  করা হয়।  আপনি যেকোন প্রোগ্রাম চালানো অবস্থায় F1 কী  চাপ দিলে ওই প্রোগ্রামের হেল্প অপশন চলে আসবে। 
F2F2 কে বলা হয় rename কী। এটি দ্বারা মূলত কোনো প্রোগ্রাম, ফাইল, কিংবা ফোল্ডারের নাম পরিবর্তনের জন্য  ব্যবহৃত হয়। 

মাইক্রোসফট ওয়ার্ড এ গিয়ে একসাথে Alt+Ctrl+F2 চাপ  দিলে নতুন ফাইল খুলে যায়। 

মাইক্রোসফট ওয়ার্ড এ গিয়ে একসাথে Ctrl+F2 চাপ  দিলে প্রিন্ট প্রিভিউ দেখা যায়।  
F3F3 কে সার্চ বাঁটন বলা হয়। এটিকে চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়।

মাইক্রোসফট ওয়ার্ড এ গিয়ে একসাথে Shift+F3 চাপ  দিলে লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা যায়।
F4Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়।

Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা যায়।
F5F5 চেপে মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি রিফ্রেশ করা হয় । 

পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়।

ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা যায়।
F6এটা দিয়ে মাউস কার্সারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া যায়।

মাইক্রোসফট ওয়ার্ড এ গিয়ে একসাথে Ctrl+Shift+F6 চাপ দিলে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা যায়।
F7মাইক্রোসফট ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে।

ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়।

মাইক্রোসফট ওয়ার্ড এ গিয়ে একসাথে  Shift+F7 চাপ দিলে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা যায়। 
F8অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কী।

সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি ব্যবহার করতে হয়।
F9কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কী দিয়ে।
F10ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কী চেপে।

এক সাথে Shift+F10  চাপ দিলে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা যায়।
F11ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় ।
F12ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কী চেপে।

Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা যায়।

Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা যায়।

আরও দেখুন –

Word Shortcut keys

আমাদের ফেসবুক পেজ –

জ্ঞানগৃহ

This Post Has 3 Comments

  1. Vanessa

    Very shortly this website will be famous amid all blogging and site-building visitors, due to it’s good content

Leave a Reply