South American countries capitals

দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর রাজধানী

দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর রাজধানী নিয়ে আলোচনা করার আগে এই মহাদেশের দেশগুলো নিয়ে কিছু কথা বলা উচিত। এই মহাদেশ কে ল্যাটিন আমেরিকা বলা হয়। কারণ এই মহাদেশের অধিকাংশ দেশ গুলোর ভাষা ল্যাটিন।

এই মহাদেশটি দেশগুলির অর্থনৈতিক বিকাশে যথেষ্ট বৈষম্য রয়েছে। এখানে রাজধানী শহরগুলো অন্যান্য শহরের তুলনায় উচ্চ মানের জীবনযাপন করে থাকে। এই মহাদেশে থাকার জন্য সেরা জায়গা হ’লঃ মন্টেভিডিও, বুয়েনস আইরেস এবং সান্তিয়াগো।

পর্যটকদের দ্বারা সর্বাধিক জনপ্রিয় স্থান গুলোর মধ্যে রয়েছে- পেরুর রাজধানী- লিমা, কিংবদন্তি মাচুপিচ্চুর, বুয়েনস আইরেস এবং মন্টেভিডিও ইত্যাদি।

দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর রাজধানী এর তালিকা নিম্নে দেওয়া হলঃ

ক্রমিক সংখ্যাদেশের নামরাজধানী
আর্জেন্টিনা বুয়েনস আইরেস
ব্রাজিল ব্রাসিলিয়া
বলিভিয়াসুক্র (বাণিজ্যিক), লা পাজ (প্রশাসনিক)
চিলিসান্টিয়াগো
কলম্বিয়াসান্তাফে দে বোগোতা
ইকুয়েডরকুইটো
গিয়ানাজর্জটাউন
প্যারাগুয়েআসুনিশন
পেরুলিমা
১০সুরিনামপারমারিবো
১১উরুগুয়েমন্টিভিডিও
১২ভেনিজুয়েলাকারাকাস
তথ্যসূত্রঃ
অভ্যন্তরীণ লিঙ্কগুলি:
আউটবাউন্ড লিঙ্কগুলি:

Leave a Reply