বাংলাদেশের প্রথম সরকার “মুজিবনগর সরকার
দপ্তরঃ সমূহঃ
মুজিবনগর সরকার কে ১২টি মন্ত্রণালয় ও বিভাগে ভাগ করা হয়। এছাড়া কয়েকটি বিভাগ মন্ত্রিপরিষদের কর্তৃত্বাধীনে থাকে। মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম নিম্নরূপ:
নাম | পদবি | মন্ত্রণালয় |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান | রাষ্টপতি | অনুপস্থিত |
সৈয়দ নজরুল ইসলাম | উপরাষ্টপতি | অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন |
তাজ উদ্দিন আহমেদ | প্রধানমন্ত্রী | প্রতিরক্ষা, তথ্য প্রচার এবং টেলিযোগাযোগ, অর্থনৈতিক বিষয়, পরিকল্পনা এবং উন্নয়ন , শিক্ষা , স্বাস্থ্য, শ্রম এবং সমাজকল্যান, সংস্থাপন। |
ক্যাপ্টেন এম মনসুর আলী | মন্ত্রী | অর্থ-বাণিজ্য এবং শিল্প |
খন্দকার মোশতাক আহমেদ | মন্ত্রী | পররাষ্ট্র আইন এবং সংসদ বিষয়ক |
এ এইচ এম কামরুজ্জামান | মন্ত্রী | স্বরাষ্ট্র, সরবারাহ, ত্রান এবং পুনর্বাসন,কৃষি |
সর্বদলীয় উপদেষ্টা পরিষদঃ
১৯৭১ সালে সেপ্টেম্বর মুজিবনগর সরকারকে উপদেশ এবং পরামর্শ প্রদানের জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয় এই উপদেষ্টা পরিষদের প্রধান ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ।
দলিলপত্রঃ বাংলাপিডিয়া, উইকিপিডিয়ায়