সাতজন বীরশ্রেষ্ঠের
সাতজন বীরশ্রেষ্ঠের

মুক্তিযুদ্ধে সম্মানসূচক পদবী

30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহন করেছে তাদের সম্মানসূচক খেতাব প্রদান করা হয়েছে । এই সম্মানসূচক খেতাব পেয়েছে মোট ৬৭৬ জন । সর্বমোট ৪ টা সম্মানসূচক খেতাব/পদবী প্রদান করা হয়েছে । মর্যাদাক্রমে প্রথম হল বীরশ্রেষ্ঠ, তার পর বীবউত্তম, তারপর বীর বিক্রম এবং বীর প্রতীক। বাংলাদেশে কোন জীবিত ব্যাক্তি বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত হয় নি। জীবিত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত খেতাব হল বীর উত্তম। তালিকা নিম্নরূপ

খেতাব সংখ্যা
বীরশ্রেষ্ঠ
বীবউত্তম৬৮
বীর বিক্রম১৭৫
বীর প্রতীক৪২৬

আমরা সাতজন বীরশ্রেষ্ঠের পরিচিতি পর্যায়ক্রমে উল্লেখ করবঃ

মুক্তিযুদ্ধে সম্মানসূচক পদবী এর মধ্যে শ্রেষ্ঠ পদবী হল বীরশ্রেষ্ঠ। এই ৭ জন বীরশ্রেষ্ঠ যারা রণক্ষেত্রে শহীদ হয়েছেন ।

১. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফঃ
মুক্তিযুদ্ধে সম্মানসূচক পদবী
মুন্সি আব্দুর রউফ 
জন্ম তারিখ ১৯৪৩ সালের ১ মে
জন্ম স্থান ফরিদপুর জেলার মধুখালী উপজেলার 
কর্মস্থল  ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 
পিতামুন্সি মেহেদী হোসেন
মা মোছাঃ মুকিদুন্নেছা
যোগদান ৮ মে ১৯৬৩ সাল
পদবী ল্যান্স নায়েক
মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর১ নং সেক্টর
মৃত্যু ৮ এপ্রিল, ১৯৭১ সাল
সমাধি স্থলরাঙামাটি শহরের রিজার্ভ বাজারে কেন্দ্রিয় শহীদ মিনারের পাশে
২. বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালঃ
মোস্তফা কামাল
জন্ম তারিখ ১৬ ডিসেম্বর, ১৯৪৭
জন্ম স্থান ভোলা জেলার দৌলতখান থানার পশ্চিম হাজিপুর গ্রামে
কর্মস্থল  সেনাবাহিনী
পিতাহাবিবুর রহমান মণ্ডল
মা মোসাম্মত্‍ মালেকা বেগম
যোগদান ১৯৬৮ সাল
পদবী সিপাহী
মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর ৮ নং সেক্টর
মৃত্যু ১৮ এপ্রিল, ১৯৭১ সাল
সমাধি স্থলব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে
৩. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানঃ
মতিউর রহমান
মতিউর রহমান
জন্ম তারিখ ২৯ অক্টোবর, ১৯৪১
জন্ম স্থান ঢাকায়, পৈত্রিক নিবাসঃ- রায়পুরা নরসিংদী
কর্মস্থল বিমানবাহিনী
পিতামৌলবি আব্দুস সামাদ
মা সৈয়দা মোবারুকুন্নেসা
যোগদান ১৯৬১ সালের আগস্টের ১৫ তারিখে
পদবী ফ্লাইট লেফটেন্যান্ট
মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানে কর্মরত ছিলেন
মৃত্যু  ১৯৭১ সালের ২০ আগস্ট
সমাধি স্থলমিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান
৪. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
নূর মোহাম্মদ শেখ
জন্ম তারিখ ২৬ এপ্রিল, ১৯৩৬
জন্ম স্থান নড়াইল জেলার মহেষখোলা গ্রামে
কর্মস্থল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 
পিতামো. আমানত শেখ
মা মোছা. জেন্নাতুন্নেসা
যোগদান ১৯৫৯ সাল
পদবী ল্যান্স নায়েক
মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর ৮নং সেক্টর
মৃত্যু ৫ সেপ্টেম্বর, ১৯৭১ সাল
সমাধি স্থলযশোরের কাশিপুর নামক স্থানে
৫. বীরশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমানঃ 
মোহাম্মদ হামিদুর রহমান
জন্ম তারিখ ২ ফেব্রুয়ারি, ১৯৫৩ 
জন্ম স্থান ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোর্দ খালিশপুর গ্রামে
কর্মস্থল সেনাবাহিনী
পিতাআক্কাস আলী
মা কায়দাছুন্নেসা
যোগদান ১৯৭০ সাল
পদবী  সিপাহী
মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর ৪নং সেক্টর
মৃত্যু ২৮ অক্টোবর, ১৯৭১ সাল
সমাধি স্থলমিরপুর বুদ্ধিজীবী কবরস্থান
৬. বীরশ্রেষ্ঠ স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিনঃ
মোহাম্মদ রুহুল আমিন
জন্ম তারিখ ১৯৩৪ সাল
জন্ম স্থান নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বাগপাদুরা গ্রামেমে
কর্মস্থল নৌবাহিনী
পিতামোঃ আজহার পাটোয়ারী
মা মোছাঃ জুলেখা খাতুন
যোগদান 
পদবী স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার
মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর ১০নং সেক্টর
মৃত্যু ১০ ডিসেম্বর, ১৯৭১ সাল
সমাধি স্থলরূপসা ফেরিঘাটের লুকপুরে
৭. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরঃ
জন্ম তারিখ ১৯৪৯  সাল
জন্ম স্থান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে
কর্মস্থল সেনাবাহিনী
পিতাআব্দুল মোতালেব হাওলাদার
মা মোসাম্মাত্‍ সাফিয়া বেগম
যোগদান ১৯৬৭ সাল
পদবী ক্যাপ্টেন
মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর৭নং সেক্টর
মৃত্যু ১৪ ডিসেম্বর, ১৯৭১ সাল
সমাধি স্থলচাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণ
মহিউদ্দিন জাহাঙ্গীর
মহিউদ্দিন জাহাঙ্গীর

Leave a Reply